9245

04/20/2025 ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল ২০২২ ০৮:০০

২০৪১ সালে মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছেন। এসব কাজের জন্য দেশের মধ্যে নানা ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আর এই সব প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সময়ে ভূমি অধিগ্রহন করছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করতে ভূমি অধিগ্রহন করা হয়। এতে অনেক জমির মালিক ক্ষতিগ্রস্থ হন। এই সকল ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে বুধবার চেক বিতরণ করা হয়।

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মধ্যে এই চেক বিতরণ করেন। এ সময়ে তিনি বলেন, রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়কে দুর্নীতিমুক্ত ঘোষনা করা হয়েছে। কোন কর্মকর্তা-কর্মচারী যদি অনৈতিকভাবে কোন অর্থ গ্রহন করে এবং তা জানতে পারলে তদন্ত সাপেক্ষে চাকুরিচ্যুত করা হবে। তিনি আরো বলেন, অতীতে ভূমি অধিগ্রহনের চেক পেতে অনেক কষ্ট পেতেন ক্ষতিগ্রস্থরা। সে সাথে সময়ও লাগতো অনেক। কিন্তু বর্তমান সরকার এই সমস্যা দূর করেছেন। তিনি নয়টি প্রকল্পের ৩৬ জনের মধ্যে মোট চার কোটি আঠার লক্ষ আটষট্রি হাজার চুয়ান্ন টাকা /৫৯ পয়সার চেক বিতরণ করেন।
রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শরিফুল হক এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত সহকারী কমিশনার সুমন চৌধুরীরসহ জেলা প্রশাসন ও অন্যান্য সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ ও চেক গ্রহনকারীগণ।

 

 

 

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]