9247

04/20/2025 বিডিএস ভর্তি পরীক্ষায় আরএমপি'র নিষেধাজ্ঞা

বিডিএস ভর্তি পরীক্ষায় আরএমপি'র নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল ২০২২ ০৮:০৮

২০২১-২০২২ শিক্ষা বর্ষে ১ম বর্ষ বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে কেন্দ্রে চার পাশে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরএমপি।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপির পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল শুক্রবার ২০২১-২০২২ শিক্ষা বর্ষে ১ম বর্ষ বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৬টি শিক্ষা প্রতিষ্ঠান যথা- রাজশাহী মেডিকেল কলেজ কেন্দ্র, রাজশাহী কলেজ, রাজশাহী উপকেন্দ্র, নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহী উপকেন্দ্র, টিচার্স ট্রেনিং কলেজ, রাজশাহী উপকেন্দ্র, রাজশাহী সরকারী সিটি কলেজ, রাজশাহী উপকেন্দ্র এবং রাজশাহী সরকারী মহিলা কলেজ, রাজশাহী উপকেন্দ্র অনুষ্ঠিত হবে।

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ২২.০৪.২০২২ তারিখ পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]