9249

04/03/2025 অভিনেত্রী কস্তুরী চৌধুরী আর নেই

অভিনেত্রী কস্তুরী চৌধুরী আর নেই

রাজ টাইমস

২২ এপ্রিল ২০২২ ০০:০৪

অভিনেত্রী কস্তুরী চৌধুরী মারা গেছেন। তার মেয়ে সংগীতা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি সর্বশেষ রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে চিত্রনায়িকা ববির মায়ের চরিত্রে অভিনয় করেছেন। চট্টগ্রামের হাটহাজারী স্কুলের সাবেক এই শিক্ষিকা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মীয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাশিদ পলাশ। তিনি লিখেন, ‘অসাধারণ মানুষ তিনি। অল্প কয়েকদিন তার সঙ্গে মেশার সুযোগ হয়েছিল আমাদের। আমরা সত্যিই শোকাহত। ‘ময়ূরাক্ষী’ টিম তার কাছে ঋণি থাকবে।’

এর আগে গত ২১ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মগবাজার এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর শ্যামলীর আরেকটি হাসপাতালে নেওয়া হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]