926

03/15/2025 ভুয়া এএসপি গ্রেপ্তার : জাল চিঠি উদ্ধার

ভুয়া এএসপি গ্রেপ্তার : জাল চিঠি উদ্ধার

রাজ টাইমস ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২০ ০৩:৩৪

সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে প্রতারণার অভিযোগে সোমবার এক যুবককে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। গ্রেপ্তার শাহেদ সরদার (২৬) বগুড়া শহরের জয়পুরপাড়ার মৃত ছামছুল হকের ছেলে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেপ্তার শাহেদ নিজেকে সহকারী পুলিশ সুপার পরিচয় দিয়ে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বগুড়া সদর থানার পেছনে সেলিম হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান, গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে পুলিশ হেড কোয়াটার্সের বেশ কিছু চিঠি উদ্ধার করা হয়। পরে যাচাই-বাছাই করে চিঠিগুলো ভুয়া প্রমাণিত হয়।

তিনি আরও জানান, শাহেদ নিজেকে এএসপি প্রমাণ করতে সরকারি গেজেট ও নিয়োগপত্র তৈরি করেছে। সে নিজেকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মাস্টার্সের ছাত্র বলে পুলিশের কাছে দাবি করেছে।

এ ঘটনায় বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাদী হয়ে একটি প্রতারণা মামলা দায়ের করেছেন। তথ্য সূত্র ও ছবি : ইউএনবি।

আন্দালীব/15

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]