04/22/2025 আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে ইফতার মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি
২৩ এপ্রিল ২০২২ ০৪:০৫
আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী মহানগরীর উদ্যোগে থানা শিক্ষা বিভাগীয় কমিটির সদস্যদের নিয়ে গত বৃহস্পতিবার একটি রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বিভিন্ন থানার শিক্ষা বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ ও ফেডারেশনের নেতৃবৃন্দসহ প্রায় ৬০ জন শিক্ষক উপস্থিত ছিলেন। রাবি উদ্ভিদ বিভাগের প্রফেসর ড. কামরুল আহসান এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাবি ফলিত পদার্থ ও ইলেট্রনিক্স বিভাগের প্রফেসর ড. আবুল হাশেম (অব.)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকগণকে তাকওয়ার বলে বলিয়ান হয়ে জাতিকে নেতৃত্ব দিতে হবে। অধ্যাপক ড. কুদ্দুসুর রহমান এর সঞ্চালনা আরোও বক্তব্য রাখেন শিক্ষক নেতা মাহবুবুল আহসান বুলবুল। মোনাজাত পরিচালনা করেন প্রফেসর আলাউদ্দিন।