9270

04/22/2025 আল-আকসায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩০ ফিলিস্তিনি আহত

আল-আকসায় ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩০ ফিলিস্তিনি আহত

রাজটাইমস ডেস্ক

২৩ এপ্রিল ২০২২ ০৫:০২

ইসরায়েলি বাহিনী আবারো জেরুসালেমের আল-আকসা মসজিদে অভিযান চালিয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের দিনে সকালে এই অভিযানে অন্তত ৩০ ফিলিস্তিনি আহত হয়েছে।

আল-জাজিরা বলেছে, মুসলিম ও ইহুদি ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থানটিতে গত কয়েক দিন ধরে সহিংসতা বেড়েছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আহতদের মধ্যে ১৪ জন ফিলিস্তিনিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

তবে ইসরায়েলি পুলিশের দাবি, শত শত মানুষ পাথর এবং পেট্রোলবোমা নিক্ষেপ শুরু করলে তারা হস্তক্ষেপ করে। ইহুদি প্রার্থনা চলার সময় শত শত ফিলিস্তিনি পশ্চিম দেয়ালের কাছে চলে যায় বলে দাবি তাদের।

একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফজরের নামাজের সময় মসজিদ এলাকায় পুলিশ প্রবেশ করে রাবার বুলেট, স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে।

তিনি আরো বলেন, ওই সময়ে আল-আকসা মসজিদে থাকা প্রায় দুশ ফিলিস্তিনির মধ্যে কেউ কেউ পাথরও নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে থাকা কিছু সাংবাদিকের ওপর খুব কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]