04/19/2025 রাজশাহী নগর জামায়াতের সেক্রেটারী ইমাজ উদ্দিন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল ২০২২ ০৯:৫৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল কে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহনী। শুক্রবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে নগরীর উপশহর এলাকা থেকে সাদা পোশাকধারী আইনশৃংখলা বাহনীর একটি দল তাকে গ্রেফতার করে। তবে গণমাধ্যমকে পুলিশের পক্ষ থেকে রাজশাহী জামায়াতের শীর্ষ এই নেতাকে গ্রেফতারের বিষয়ে অফিসিয়ালি নিশ্চিত করে কিছু জানানো হয়নি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং তথ্য সূত্র থেকে জানা গেছে, মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল নামাজ পড়ে মসজিদ থেকে বাসার পথে যাচ্ছিলেন তখন সাদা পোশাকধারী একদল ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে রাজশাহী মহানগরীর সেক্রেটারী ইমাজ উদ্দিন মন্ডল এর পরিবারের পক্ষ থেকে রাজশাহী ডিবি অফিসে যোগাযোগ করা হলে তারা গ্রেপ্তারের কথা অস্বীকার করে। তবে রাজশাহীর স্থানীয় কয়েকটি গণমাধ্যমে মহানগর গোয়েন্দা পুলিশের সূত্র উল্লেখ করে জামায়াতের এই নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়।