9276

04/20/2025 চারঘাটে গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে হত্যা

চারঘাটে গ্রাম্য ডাক্তারকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল ২০২২ ০৯:৫৮

রাজশাহীর চারঘাটে আব্দুল মান্নান (৭০) নামে এক গ্রাম্য চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকার কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মান্নান ওই গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। 

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, আব্দুল মান্নান শুক্রবার বিকালে ইফতার সামগ্রী সাথে নিয়ে নিজের পাট ক্ষেতে কাজ করতে যান। সন্ধার পরেও পাট ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। পরে রাত সাড়ে ৭ টার দিকে স্থানীয় লোকজন পাট ক্ষেতের পাশের কলাবাগানে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। এসময় স্বজনেরা তার লাশ শনাক্ত করেন। পরে রাত ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]