9277

04/20/2025 জামায়াত নেতা এমাজ উদ্দিন মন্ডল গ্রেফতার

জামায়াত নেতা এমাজ উদ্দিন মন্ডল গ্রেফতার

রাজ টাইমস

২৪ এপ্রিল ২০২২ ০১:২৪

রাজশাহী মহানগরীর পবা থানার একটি নাশকতা মামলায় পলাতক আসামী দেখিয়ে রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী মো: এমাজ উদ্দিন মন্ডল ( ৫০) কে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। এমাজ উদ্দিন মন্ডল ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার পায়রাডাঙ্গা গ্রামের মৃত সিরাজ উদ্দিন মন্ডলের পুত্র। তিনি নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, গত শুক্রবার বিকেল হতে আজ শনিবার সকাল সোয়া ১০ টা পর্যন্ত রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলো।

অভিযান চলাকালে ডিবি পুলিশের ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার তেরখাদিয়া মোড় হতে পবা থানার নাশকতা মামলার পলাতক আসামী রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারী মো: এমাজ উদ্দিন মন্ডলকে আটক করে। গ্রেফতারকৃত আসামী ও তার অন্যান্য সহযোগিরা সরকার বিরোধী অপপ্রচার-সহ নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করে এবং তাদের সংগঠন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা করে থাকে বলে জানা যায়।

উল্লেখ্য, মো: এমাজ উদ্দিন মন্ডল এর বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, নাশকতামূলক কর্মকান্ড ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং দাঙ্গা-হাঙ্গামাসহ মোট ৩৫ টি মামলা আদালতে বিচারাধীন। এছাড়াও তার বিরুদ্ধে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় ৫ টি গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]