929

03/16/2025 নগরীর পেঁয়াজ ব্যবসায়ীদের সতর্ক করল ভ্রাম্যমাণ আদালত

নগরীর পেঁয়াজ ব্যবসায়ীদের সতর্ক করল ভ্রাম্যমাণ আদালত

রাজটাইমস ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২০ ২১:০৫

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর বেসামাল হয়ে উঠেছে রাজশাহীর পেঁয়াজের বাজার। কাঁচা বাজারে পিঁয়াজের দাম বাড়ায় ক্রেতাদের মাঝে দেখা দিয়েছে অস্থিরতা।

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে নগরীতে তৎপর রয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী নগরীর মনিচত্বরের মাস্টারপাড়ায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

এডিএম আবু আসলাম এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বেশীমূল্যে পেঁয়াজ বিক্রি করায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে সবাইকে সতর্ক করা হয়েছে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু আসলাম। এছাড়া এই অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।

তবে ক্রেতাদের অভিযোগ, ভ্রাম্যমান আদালত চলে যাওয়ার পুনরায় চড়া মূল্যে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

নগরীর কাঁচা বাজারগুলোতে সরেজমিন ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

যদিও সরকারী নির্দেশনা মতে দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা দরে ব্যবসায়ীদের বিক্রি করার কথা।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com