9290

05/16/2024 ভারতের পূর্ব সীমান্তে শান্তি বিরাজ করছে

ভারতের পূর্ব সীমান্তে শান্তি বিরাজ করছে

ডেক্স রির্পোট

২৪ এপ্রিল ২০২২ ০৮:৪৫

বাংলাদেশের মতো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী থাকায় ভারতের পূর্ব সীমান্তে শান্তি বিরাজ করছে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) একাত্তরের যুদ্ধে অংশ নেওয়া আসামভিত্তিক প্রবীণ সৈনিকদের এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে রাজনাথ সিং এ কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাসবাদ দৃঢ়ভাবে মোকাবিলা করা হবে ভারত এ বার্তা দিতে সফল হয়েছে। ভারতকে কোনো দেশ বাইরে থেকে টার্গেট করলে আমরাও সে দেশের সীমান্ত অতিক্রম করতে দ্বিধাবোধ করবো না।

এ সময় বাংলাদেশের প্রসঙ্গ তুলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারতের পশ্চিম প্রান্তে যে উত্তেজনা দেখা যায়, পূর্বে তার কোনো অস্তিত্ব নেই। কারণ এদিকে বাংলাদেশের মতো একটি বন্ধুত্বপূর্ণ দেশ রয়েছে।

ভারতের পূর্ব সীমান্তে অনুপ্রবেশ সমস্যা প্রায় মিটে গেছে। এখন সেখানে শান্তি বিরাজ করছে বলেও জানান রাজনাথ সিং।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]