04/20/2025 প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২২ ০৮:৫১
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রাজশাহী জেলার নব নির্বাচিত কমিটির আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার নগরীর বড়কুঠি একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহ্ফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা মোঃ আব্দুল মোমেন,মোঃ গোফরান হালিম বোয়ালিয়া থানা। শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, তানোর উপজেলা শিক্ষা অফিসার সানাউল্লাহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সাংবাদিকবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ রাজশাহী জেলার নব নির্বাচিত সভাপতি মোঃ সাইফুল ইসলাম। গোদাগাড়ী উপজেলা সাধারণ সম্পাদক মোঃ গোলাম আরিফ। রাজশাহী মহানগর বোয়ালিয়া সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা। দুর্গাপুর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক সাহানা মান্নান। পবা উপজেলা অর্থ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস সহ রাজশাহী জেলার সকল উপজেলার নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথি বৃন্দ। সভা পরিচালনা করেন মোঃ শিহাবুল ইসলাম এবং সার্বিক তত্বাবধানে ছিলেন রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক কে এম ইতরাৎ হামিদ ।