930

04/18/2025 নগরীতে আরো দুই পয়েন্ট বসাবে টিসিবি

নগরীতে আরো দুই পয়েন্ট বসাবে টিসিবি

রাজটাইমস ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২০ ২১:৩৩

রাজশাহী নগরীতে আরো দুটি পয়েন্ট বাড়াতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতাদের স্বার্থ বিবেচনায় এই উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন দুই পয়েন্ট বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির রাজশাহী কার্যালয়ের গুদাম কর্তকর্তা আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, আগামিতে আরও পয়েন্ট বাড়তে পারে। তবে দুই কেজির জায়গায় আজ (বুধবার) এক কেজি করে পেঁয়াজ পাবে ক্রেতারা।

নতুন দুই পয়েন্ট সংযুক্তিতে মোট পয়েন্টের সংখ্যা দাঁড়াবে মোট সাতটিতে।

হঠাৎ পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নগরীতে টিসিবির ট্রাকগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা গেছে।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]