9318

09/20/2024 পশ্চিমাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি পুতিনের

পশ্চিমাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি পুতিনের

রাজটাইমস ডেস্ক

২৬ এপ্রিল ২০২২ ০৬:১২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার দাবি করেছেন, রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি দেশটির প্রখ্যাত সাংবাদিক ভ্লাদিমির স্লোভইয়েভকে হত্যা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

রাশিয়ার শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, আজ সকালে এফএসবি রাশিয়ার বিখ্যাত এক সাংবাদিককে হত্যাচেষ্টার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পশ্চিমাদের সহায়তায় জঙ্গিরা এ চেষ্টা করছিল।

তিনি আরও বলেন, রাশিয়ায় তথ্য সরবরাহে ব্যর্থ হওয়ার পর এখন তারা রাশিয়ার সাংবাদিকদের হত্যা করার দিকে মনোযোগ দিয়েছে।

এদিকে পুতিনের এমন দাবির কিছুক্ষণ বাদেই রাশিয়ার সংবাদ সংস্থা তাস নিউজ জানায়, রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা নতুন-নাৎসি গ্রুপের কয়েকজন রাশিয়ান সদস্য যারা উগ্র জাতীয়তাবাদে বিশ্বাস করে তাদের গ্রেফতার করেছে। তারা রাশিয়ার সাংবাদিক ভ্লাদিমির স্লোভইয়েভকে হত্যা করা পরিকল্পনা করছিল।

পুতিন সোমবার তার দেওয়া বক্তব্যে আরও জানিয়েছেন, পশ্চিমারা রাশিয়ার ভেতর থেকেই রাশিয়াকে ধ্বংস করার পায়তারা করছে। তবে তার দাবি, এতে পশ্চিমারা সফল হবে না।

এ ব্যাপারে পুতিন বলেন, রাশিয়ার সমাজকে ভাগ করা, রাশিয়াকে ধ্বংস করার বিষয়টি সামনে এনেছে পশ্চিমারা। তবে তাদের এ পরিকল্পনা ব্যর্থ হবে।

পুতিন আরও বলেন, বর্তমানে রাশিয়ান যেভাবে এক হয়েছে এর আগে কখনো তারা এমনভাবে এক হননি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]