9321

05/19/2024 ঈদে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ঈদে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল ২০২২ ০৭:৪৬

ঈদের ছুটিতে বন্ধ থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগতদের অযথা চলাফেরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র শব-ই-কদর, মে দিবস ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও অফিসসমূহ ২৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধকালীন ক্যাম্পাসে বহিরাগতদের অযথা ঘোরাফেরা ও অবস্থান না করার নির্দেশ প্রদান করা হলো।

এক্ষেত্রে বিজ্ঞপ্তিতে সকলের সহযোগিতা কামনা কথা উল্লেখ করা হয়েছে। বন্ধ ক্যাম্পাসের নিরাপত্তা কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ঈদের ছুটিতে ক্যাস্পাস ক্যাম্পাস বন্ধ থাকবে। এসময় বিশ্ববিদ্যালয় নিরাপদ রাখা স্বার্থে প্রক্টরিয়াল বডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় অবস্থান করবেন। বন্ধ ক্যাম্পাসে বহিরাগতদের দ্বারা যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]