9326

09/20/2024 ইউক্রেনের ক্রেমিন্না শহরের ‘পতন’ : যুক্তরাজ্য

ইউক্রেনের ক্রেমিন্না শহরের ‘পতন’ : যুক্তরাজ্য

রাজটাইমস ডেস্ক

২৭ এপ্রিল ২০২২ ০২:৪০

রুশ বাহিনীর হাতে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের ক্রেমিন্না শহরের পতন হয়েছে বলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে লুহানস্কের এই শহরটির পতনের বিষয়ে তারা আর বিস্তারিত কিছু জানায়নি।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ বাহিনী প্রায় ১৮ হাজার বাসিন্দার শহর ক্রেমিন্না নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে, বিভিন্ন প্রতিবেদনে এ খবর আগেই প্রকাশিত হয়েছিল।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার বাহিনীগুলো উত্তর ও দক্ষিণ দিক থেকে স্লোভিয়নস্ক ও ক্রামাতোর্স্কের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টাকালে ইজুম শহরের দক্ষিণে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তাদের তীব্র লড়াই শুরু হয়।

রুশ বাহিনী দনবাস অঞ্চলে অত্যন্ত সুরক্ষিত ইউক্রেনীয় অবস্থানগুলো ঘিরে ফেলার চেষ্টা করছে, এমন ধারণা পাওয়ার কথা জানিয়েছে তারা। রাশিয়ার বাহিনী দক্ষিণ দিক থেকে জাপোরিজজিয়া শহরে আক্রমণ করতে পারে, এমন সম্ভাবনাকে সামনে রেখে ইউক্রেনীয় বাহিনী সেখানে প্রতিরক্ষার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে তারা।

তবে এসব তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে বিবিসি।

ইউক্রেনের রাজধানী কিয়েভ নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হওয়ার পর গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় দনবাসের প্রদেশগুলোতে বড় ধরনের আক্রমণ শুরু করে রাশিয়া। এই অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে পারলে পূর্বাঞ্চলে রুশপন্থি ইউক্রেনীয় বিচ্ছিন্নতাবাদীদের অধিকৃত এলাকাগুলোর সঙ্গে ২০১৪ সালে মস্কোর অধিকৃত ক্রাইমিয়ার সরাসরি সংযোগ স্থাপন করতে পারবে তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দনবাস অঞ্চলে বিদেশি অস্ত্র সরবরাহের জন্য ব্যবহার করা ইউক্রেনের রেলওয়ের ছয়টি স্থাপনা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে তারা।

ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত রেল কোম্পানির প্রধান জানিয়েছেন, সোমবার ইউক্রেনের পাঁচটি রেলওয়ে স্টেশনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া, এতে রেলওয়ের এক কর্মী নিহত ও আরও চার জন আহত হয়েছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]