9327

04/22/2025 এবার তামিমের সেঞ্চুরির উচ্ছ্বাস

এবার তামিমের সেঞ্চুরির উচ্ছ্বাস

রাজ টাইমস

২৭ এপ্রিল ২০২২ ০২:৪৪

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছিল তামিম ইকবালকে। তবে এবার আর কোনো আক্ষেপ নয়। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে আজ মঙ্গলবার ঠিকই সেঞ্চুরি তুলে নিয়ে উচ্ছ্বাসে ভেসেছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলা তামিম।

বিকেএসপির ৪ নম্বরে মাঠে সুপার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন তামিম ও তাঁর সঙ্গে থাকা এনামুল হক বিজয়। দুজনই তুলে নিয়েছেন সেঞ্চুরি।

স্পিনার নাসুম আহমেদের করা বল ছক্কায় উড়িয়ে সেঞ্চুরি স্পর্শ করেন তামিম। সেঞ্চুরি করতে বাঁহাতি ওপেনার খেলেন ৭৭ বল। এবারের লিগে এটিই তামিমের প্রথম সেঞ্চুরি। অবশ্য আজকের ম্যাচ নিয়ে তামিম মাত্র খেলেছেন তিনটি ম্যাচ। এর আগে গত ম্যাচে নিয়েছেন ৯০ রান, আর নিজের প্রথম ম্যাচে করেছেন ৮ রান।

এদিকে তামিমের সঙ্গে থাকা বিজয় আজ স্পর্শ করলেন নতুন রেকর্ড। রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে আজ এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিজয়। রেকর্ড ছুঁয়ে বিজয় তুলে নিয়েছেন সেঞ্চুরি।

৯৩০ রান নিয়ে আজ সুপার লিগের চতুর্থ রাউন্ডে মাঠে নেমেছিলেন বিজয়। ওপেনিংয়ে নেমেই নিজের লক্ষ্য ছোঁয়ার পথে হাঁটছিলেন তিনি। অবশেষে নাগাল পেয়ে গেলেন রেকর্ডের। রূপগঞ্জ টাইগার্সের পেসার নাহিদের বল আলতো টোকায় কাভারে পাঠিয়ে এক মৌসুমে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

ঢাকা প্রিমিয়ার লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে এক মৌসুমে এক হাজার রানের রেকর্ড গড়লেন বিজয়। তাইতো সেই উল্লাস ফুটে উঠল বিজয়ের মুখে।

রেকর্ড গড়েও অবশ্য থামেননি বিজয়। ১২১ স্ট্রাইক রেটে ৮২ বলে তুলে নেন সেঞ্চুরি। সেঞ্চুরি হাঁকাতে বিজয় খেলেন ১১টি বাউন্ডারি ও ৪টি ছক্কা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]