04/20/2025 নাটোরে ট্রাকে চাঁদাবাজি নিয়ে সংঘর্ষে আহত ২
রাজটাইমস ডেস্ক
২৭ এপ্রিল ২০২২ ০৩:২১
নাটোরে বাফা সার গোডাউনে ট্রাক থেকে চাঁদাবাজিকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও স্থানীয় চাঁদাবাজদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিক নেতাসহ দুজন আহত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে শহরের চকবৈদ্যনাথ এলাকায় অবস্থিত বাফা সার গোডাউনের লোড আনলোড কাজে নিয়োজিত ট্রাক থেকে চাঁদা না পেয়ে তা বন্ধ করে দেন স্থানীয় কতিপয় যুবক।
খবর পেয়ে ট্রাক ট্যাংকলরি কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব মোহম্মদ আশা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানালে তাকে মারপিট করে আটকে রাখা হয়।
খবর পেয়ে শ্রমিকরা গিয়ে পাল্টা হামলা চালিয়ে আশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আশা ও সেলিম নামের দুজন আহত হয়েছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। তবে কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।