9339

04/20/2025 ক্রেতায় মুখরিত রাজশাহীর ঈদ বাজার

ক্রেতায় মুখরিত রাজশাহীর ঈদ বাজার

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২২ ০৫:৪২

ক্রেতায় মুখরিত হয়ে উঠেছে রাজশাহীর নগরীর বিভিন্ন বিপণিবিতান। এতে করে স্বস্তিতে রয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে সকাল থেকে রাত পর্যন্ত সরগরম থাকছে নগরীর বিভিন্ন মার্কেটগুলো। একই সাথে ক্রেতাদের আকৃষ্ট করতে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে দোকানগুলোতে। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে দোকানপাট ও শপিংমলগুলোতে। ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে গত দুই বছর ব্যবসা তেমন হয়নি। তাই এ বছর ক্ষতি পুষিয়ে নিতে চান তারা। তবে ক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার পোশাকের দাম অনেক বেশি।

রাজশাহী নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেট, নিউমার্কেট ও হর্কাস মার্কেট, গণকপাড়াসহ বেশ কয়েকটি শপিং মলে ঘুরে দেখা গেছে ক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে এখানকার বিপনীবিতানগুলো। ঈদ বাজারের হৈ হুল্লোড়, আনন্দ-উল্লাসে দরদামে মেতে উঠছেন দোকানিরা। কেনা-কাটার বাড়তি চাপে রাস্তায় যানজট পরিলক্ষিত হচ্ছে।

নগরীর সিল্ক শো-রুমগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদ উপলক্ষে এবারো কাপড়ে এসেছে বাহারি রং ও ডিজাইন, এনেছে নতুনত্ব। এম্ব্রয়ডারি, মসলিন, বলাকা, তসর, এন্ড্রি, ধুপিয়ানি, সফট সিল্ক, জয়শ্রী সিল্কের ওপর আকর্ষণীয় কারুকাজে সাজানো হয়েছে শাড়ি, থ্রি-পিচ, ছেলেদের সার্ট, পাঞ্জাবীগুলো। তবে এবার সিল্কের বহরে যোগ হয়েছে মসলিনের ওপর আর্টপ্রিন্ট শাড়ি। এটি নিয়ে এসেছে সিল্ক কাপড়ের জগতে বাহারি ডিজাইনের অন্যতম প্রতিষ্ঠান সপুরা সিল্ক শোরুম। বিশেষ করে সিল্কের সব কাপড়ই নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বাজারজাত করে তারা। এবার নতুন যোগ হওয়া মসলিনের ওপর আর্টপ্রিন্ট শাড়ির চাহিদাও সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে।

তবে সিল্কের যেকোন কাপড় কিনতে নগরীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত সিল্ক শোরুম অন্যতম। এখানকার সিল্কের চাহিদা প্রায় সারা বছরই থাকে। এখানে সিল্কের পাঞ্জাবি দেড় হাজার থেকে শুরু করে দশ হাজার টাকার মধ্যে। আর শাড়ি সাড়ে তিন হাজার থেকে আট হাজার টাকার মধ্যে। অবশ্য কম দামেরও পাওয়া যায়। এদিকে তুলনামূলক সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে সাহেব বাজারের আরডিএ মার্কেটে। এই বাজারে মেয়েদের শাড়ি, থ্রি-পিস, বোরকা, জুতা-স্যান্ডেল, অলংকার, কসমেটিকস থেকে শুরু করে সবকিছুই সহজলভ্য হওয়ায় নারী ক্রেতার সমাগম বেশি। ছেলেদের নিত্যনতুন ডিজাইনের পাঞ্জাবি, জিন্স, টি-শার্ট এবং থান কাপড়ের দোকান থাকায় এই মার্কেটে ছেলেদের ভিড়ও চোখে পড়ার মতো। ভিড় আছে হকার্স মার্কেটেও। নারী ও শিশুদের নিত্য-নতুন ফ্রক, স্কার্ট, লেহেঙ্গা, টু-পিস, থ্রি-পিস ও বোরকার দোকান হিসেবে পরিচিত আরডিএ মার্কেট।

বিগত বছরের তুলনায় এবার পোষাকের দামও এবার বেশ চড়া। অধিক মূল্যের কারণে নিম্ন আয়ের মানুষ শিশুদের জন্য নতুন পোষাক ক্রয়ে ভোগান্তিতে পড়ছেন। নিম্ন শ্রেণির মানুষ তাদের নির্ধারিত বাজেটে পোষাক কিনতে কোনোভাবেই কুলিয়ে উঠতে পারছেন না।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]