04/20/2025 পুলিশ সদস্যদের মাঝে ইফতার বিতরণ করলেন আরএমপি কমিশনার
রাজটাইমস ডেস্ক
২৮ এপ্রিল ২০২২ ০২:৪২
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বাজার ও শপিং মলগুলোর সামনে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। আর গত এক সপ্তাহ ধরে রাজশাহীতে বিরাজ করছে তীব্র তাপদহ। তীব্র গরম উপেক্ষা করে শহরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছে পুলিশ। দায়িত্বরত পুলিশ সদস্যরা রোজা রেখে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছেন।
আর তাই গত কয়েকদিন ধরে জন নিরাপত্তায় কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ ও অন্যান্য পুলিশ সদস্যদের সম্মানে মহানগরীর বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী পৌঁছিয়ে দেওয়াসহ তাদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
এসময় আরএমপির পুলিশ কমিশনার বলেন, মহানগরবাসী যেন নিরাপদে তাদের দৈনন্দিন কাজকর্ম ও ঈদের প্রয়োজনীয় কেনাকাটা নিরাপদে করতে পারেন সেজন্য আমাদের পুলিশ সদস্যরা প্রতিনিয়ত দায়িত্ব পালন করে আসছেন। রোজা রেখে দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছেন। তাই তাদের মনোবল বাড়াতে ও শারিরীক খোঁজ খবর নেওয়া আমার একান্ত দায়িত্বের মধ্যেই পড়ে। তাই তিনি নিজে শহরের বিভিন্ন পয়েন্টে কর্তব্যরত পুলিশ সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন।
ইফতার সামগ্রী বিতরণের সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার অনির্বান চাকমাসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।