9364

05/14/2024 শুক্র ও শনিবারও ব্যাংক খোলা থাকবে

শুক্র ও শনিবারও ব্যাংক খোলা থাকবে

রাজটাইমস ডেস্ক

২৯ এপ্রিল ২০২২ ০৪:০৫

ঈদকে সামনে রেখে ব্যবসা-বাণিজ্যের সুবিধার কথা চিন্তা করে ব্যাংকিং লেনদেনের সময়সূচি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সূচি অনুযায়ী আগামী শুক্র ও শনিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের এক নির্দেশনায় এই কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এ বছর ঈদ-উল-ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে অধিক পরিমাণে লেনদেন সংঘটিত হচ্ছে। তাই, ব্যাংকে অর্থ জমা ও উত্তোলনের পরিমাণ বেড়েছে। সর্বসাধারণের সুবিধার্থে আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন হবে। তবে, লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রমের জন্য ব্যাংক খোলা থাকবে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এছাড়া, শনিবার (৩০ এপ্রিল) ব্যাংকে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। তবে, লেনদেন পরবর্তী আনুষাঙ্গিক কার্যক্রমের জন্য বেলা ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে।ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]