03/16/2025 পাইপে ছিদ্র, গ্যাস সরবরাহ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর ২০২০ ০৩:৪০
রাজশাহী নগরীর খরবনা এলাকায় খননযন্ত্র দিয়ে সড়কে মাটি খোঁড়ার পাইপ খননযন্ত্র দিয়ে মিস্ত্রিরা সড়কে মাটি খোঁড়ার কাজ করা সময় পাইপে ছিদ্র হয়ে যায়। পরে তাঁরা বালুর বস্তা দিয়ে গ্যাস বন্ধ করার চেষ্টা করেন।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে নগর ভবনের পশ্চিম পাশের রাস্তায় মিস্ত্রিরা কাজ করছিলেন। রাস্তা খননযন্ত্রের গাড়ি মাটি খোঁড়ার কাজ শুরু করার পরপরই সেখান দিয়ে গ্যাস বের হতে শুরু হয়। এটা বুঝতে পারার সাথে সাথে মিস্ত্রিরা বালুর বস্তা দিয়ে লিকেজ বন্ধ করার চেষ্টা করেন। তবে দুপুর পর্যন্ত এই ছিদ্র বন্ধ করা সম্ভব হয়নি। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি বিষয়টি জানতে পেরে নগর ভবন ও তার পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে ।
আন্দালীব/16