9394

04/23/2025 রোহিঙ্গা শিশুদের মুখে হাসি, বাংলাদেশে মেসির ক্লাব পিএসজি

রোহিঙ্গা শিশুদের মুখে হাসি, বাংলাদেশে মেসির ক্লাব পিএসজি

রাজটাইমস ডেস্ক

১ মে ২০২২ ০৩:৪৫

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে এসেছে মেসি-নেইমারদের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর সাহায্য। ক্যাম্পের শিশুদের মাঝে বিতরণ করা হয় খেলাধুলার সামগ্রী। সেখানে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টনসহ নানা সামগ্রী। শুধু ছেলেরা নয়, মেয়েরাও মাতে মেসি-নেইমারদের ক্লাবের ফুটবল পায়ে।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল পায়ে ক্ষণিকের আনন্দে মেতে উঠেছিল এখানকার রোহিঙ্গা সন্তানেরা। তাদের এমন আনন্দের উৎস হয়ে এসেছিলো মেসি-নেইমারদের ক্লাব পিএসজি। ক্লাবু আর ফ্রেন্ডশিপের উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে খেলাধুলার সামগ্রী বিতরণ করে ক্লাবটি। ফুটবল, ফুটবলের বুট, ক্রিকেট ব্যাট, ব্যাডমিন্টন, জার্সি সহ নানা জিনিস ছিল বিতরণের তালিকায়।

একটি স্কুলও পরিদর্শন করেন পিএসজির প্রতিনিধি। সেখানে পিএসজির জার্সি গায়ে ফুটবল পায়ে মাতে নারীরা। মেতেছে ক্রিকেটেও। আর ছেলেরা বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টনে মেতেছে আনন্দভরা চিত্তে। মেসি-নেইমার না আসলেও তাদের দলের এমন বাংলাদেশে আসা কিছুটা হলেও আনন্দের খোরাক জুগিয়েছে রোহিঙ্গা ক্যাম্পের এই শিশুদের।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]