9398

03/16/2025 সরকার দেউলিয়া বলেই জাতীয় সমস্যা সমাধানে ভারতকে অনুরোধ করছে: ফখরুল

সরকার দেউলিয়া বলেই জাতীয় সমস্যা সমাধানে ভারতকে অনুরোধ করছে: ফখরুল

রাজটাইমস ডেস্ক

১ মে ২০২২ ০৪:২৫

সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই জাতীয় সমস্যা সমাধানে ভারতকে অনুরোধ করছে। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৩০ এপ্রিল) নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় গিয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে র‍্যাবকে ব্যবহার করছে বলেই তাদের আইনের আওতায় আনছে না।

গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কারণে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মন্তব্য তার। তিনি বলেন, সরকার ক্ষমতায় থাকতে দেশের ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। বিচারবিভাগকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]