9404

04/20/2025 রাজশাহীর ঈদগাহগুলো নামাজের জন্য প্রস্তুত

রাজশাহীর ঈদগাহগুলো নামাজের জন্য প্রস্তুত

রাজটাইমস ডেস্ক

১ মে ২০২২ ০৫:৫০

দুই বছর পর রাজশাহীর ইদগাহে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এজন্য সকল ইদগাহ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজানোর কাজ জোরেশোরে চলছে। প্রতিটি ঈদগাহকে সাজানো হয়েছে নানা সাজে।

রাজশাহীতে পবিত্র ঈদ-উল-আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (রহ:) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এজন্য ঈদগাহ ময়দান এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। বিশাল এই ঈদ জামায়াতের ইমামতি করবেন, হযরত শাহ্ মখদুম (রহ.) জামেয়া ইসলামীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মোহাম্মদ শাহাদাত আলী। 

তবে বৈরি আবহাওয়া বিরাজ করলে একই সময়ে হযরত শাহ্ মখদুম (রহ:) দরগা মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক মাহবুব আলম ঈদ জামাতের সময়সূচির এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া টিকাপাড়া কেন্দ্রীয় ইদগাহ, শালবাগান গণপূর্ত মাঠ, মেহেরচন্ডি নতুনপাড়া ইদগাহ, হাজী লাল মুহাম্মদ ইদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, ডাঁশমারি পূর্বপাড়া ইদগাহ, মির্জাপুর ইদগাহ, বুলনপুর ইদগাহ, কয়েরদাড়া ইদগাহ, ডিঙ্গাডোবা ইদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেট ইদগাহ, কাশিয়াডাঙ্গা ইদগাহ ঘুরে দেখা যায়, প্যান্ডেল তৈরির কাজ করতে কর্মীরা ব্যস্ত সময় পার করছেন।

এবার শুধুমাত্র কেন্দ্রীয় ইদগাহ ময়দানে চার হাজার মানুষের জন্য ওয়াটার প্রুফ প্যান্ডেল তৈরি করা হচ্ছে। ৪০০ ফুট লম্বা ও ১০০ চওড়া এই ওয়াটার প্রুফ প্যান্ডেল। মাঠের মাইক ও বৈদ্যুতিক সংযোগের কাজও শুরু হয়েছে। গরমে মুসল্লিরা যাতে করে কষ্ট না পান, এজন্য সিলিং ফ্যান ও প্যাডেলস্টাল ফ্যান বসানো হবে। তবে অন্যগুলোতে সামিয়ানা টাঙানো হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও জোরেশোরে চলছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল আলম জানান, ইদ জামাতকে কেন্দ্র করে রাজশাহীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইদগাহ ময়দানে নিরাপত্তায় পুলিশের টহল টিম কাজ করবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]