9408

04/22/2025 নানা আয়োজনে রাজশাহীতে মে দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে মে দিবস পালন

রাজটাইমস ডেস্ক

২ মে ২০২২ ০৫:৫০

“শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা’ মহান মে দিবসের এই প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা মে দিবসের অঙ্গিকার।

রাজশাহীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানান কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়েছে।

রবিবার (১ মে) সকাল থেকে নগরীর বিভিন্ন জায়গায় মে দিবস পালনে শ্রমিকদের কর্মসূচিতে যোগদান করতে দেখা যায়।

দিবসটি উপলক্ষে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ(ইনসাব) রাজশাহী জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে এবং রাজশাহী জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বর্ণ্যাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, শ্রম অধিদপ্তরের পরিচালক আমিনুল হক, সহকারী পরিচালক মিজানুর রহমান, এডিসি জেনারেল কল্যান চৌধুরি, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সভাপতি আব্দুল্লা খান, মহানগর শ্রমিক লীগ শ্রম সম্পাদক আব্দুস সোহেলসহ অন্যন্য নেতৃবৃন্দ।

দিবসটি পালনের জন্য রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগ, মহানগর জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, মহনগর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি, বাংলাদেশ ডাক বিভাগ উত্তর অঞ্চল, দর্জি শ্রমিক ইউনিয়ন, রাজশাহী জেলা হোটেল ও রেষ্টুরেন্ট, শ্রমিকলীগ,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) সহ অন্যান্য শ্রমিক সংগঠন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]