9435

04/10/2025 ১৫ দিন করোনায় মৃত্যু নেই, আজ শনাক্ত ১৯

১৫ দিন করোনায় মৃত্যু নেই, আজ শনাক্ত ১৯

রাজটাইমস ডেস্ক

৭ মে ২০২২ ০৪:১৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়ে দেশে কেউ মারা যায়নি। তবে এ সময়ে নতুন করে আরও ১৯ জন ভাইরাসটিতে সংক্রমিত শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৬৬।

শুক্রবার (৬ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবারসহ টানা ১৫ দিন দেশে করোনায় কেউ মারা যায়নি। এর ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা রয়েছে আগের মতোই ২৯ হাজার ১২৭।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৪৫৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪৫৫টি। এ নিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৪ হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৫৫ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৯৪ শতাংশ।

এদিন আরও ২৫৮ জন করোনা থেকে সুস্থ হয়েছেন বলে জানিয়েছে অধিদফতর। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৮ লাখ ৯৭ হাজার ৪৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থ হার ৯৭ দশমিক ১৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]