9446

04/23/2025 চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ১৩ হাজার টন ভোজ্যতেলের জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ১৩ হাজার টন ভোজ্যতেলের জাহাজ

রাজ টাইমস

৭ মে ২০২২ ০৬:২৯

ভোজ্যতেলের সংকট মোকাবিলায় ইন্দোনেশিয়া থেকে ১৩ হাজার টন ভোজ্যতেল আমদানি করছে টিকে গ্রুপ। ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজ এমটি সুমাত্রা পাম ভোজ্যতেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। শুক্রবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদিন আগে প্রায় ২ কোটি ২৯ লাখ লিটার তেল নিয়ে সিঙ্গাপুর থেকে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। আজ ১৩ হাজার টন ভোজ্যতেল এসেছে ইন্দোনেশিয়া থেকে। আমরা অগ্রাধিকার ভিত্তিতে খালাসের ব্যবস্থা করবো।

এর আগে গত ২৬ এপ্রিল সিঙ্গাপুর থেকে ২ কোটি ২৯ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। সিটি গ্রুপ, সেনা কল্যাণ ভোজ্যতেল, বাংলাদেশ ভোজ্যতেল ও বসুন্ধরা গ্রুপ এ তেল আমদানি করে। এবার ১৩ হাজার টন ভোজ্যতেল আমদানি করছে টিকে গ্রুপ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]