9467

09/23/2024 নিখোঁজের ১৮ ঘন্টা পর মাদ্রাসা সুপার উদ্ধার

নিখোঁজের ১৮ ঘন্টা পর মাদ্রাসা সুপার উদ্ধার

রাজটাইমস ডেস্ক

৮ মে ২০২২ ১৭:৩৩

সিলেটের বিশ্বনাথে নিখোঁজের ১৮ ঘন্টা পর মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান (৩১) নামে এক মাদ্রাসা সুপারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের রামধানা (কামালপুর) গ্রামের মো. আবুল হোসেনের ছেলে ও স্থানীয় অলংকারি-পৌদনাপুর হাফিজিয়া দাখিল (মাধ্যমিক) মাদরাসার সুপার (প্রধান শিক্ষক)।

শনিবার (৭ মে) দুপুর ২টার দিকে সিলেট নগরীর সোবহানীঘাট আলিয়া মাদ্রাসা মসজিদ থেকে তাকে উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সূত্র জানায়, মাওলানা আজিজুর রহমান উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তালিবপুর গ্রামে নানাবাড়ির কবর জিয়ারতের উদ্দেশ্যে গত শুক্রবার রাত ৮টায় তার শ্বশুড়বাড়ি অলংকারী ইউনিয়নের পেশকাররগাঁও গ্রাম থেকে বের হন। এরপর গভীর রাত হলেও ঘরে ফেরেননি তিনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শেষে ওইদিন মধ্যরাতে তার বড় ভাই মো. মুহিবুর রহমান বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরদিন পরিত্যক্ত অবস্থায় তার ব্যবহৃত সেলফোন শ্বশুড়বাড়ি ও নানাবাড়ির মধ্যবর্তী গ্রাম রাউতেরগাঁও থেকে উদ্ধার করা হয়। সেখানে থানা পুলিশ অবস্থানকালে মাওলানা আজিজের ছোটভাইকে তাদের বোনজামাই মুঠোফোনে অবগত করেন তাকে সিলেট নগরীর সোবহানীঘাট আলিয়া মাদ্রাসা মসজিদে অচেতন অবস্থায় পাওয়া গেছে। পুলিশ তাৎক্ষণিক সেখানে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। এসময় কিছুটা চেতনা ফিরলে মাওলানা আজিজ জানান, তার জনৈক প্রতিবেশী তার এই অবস্থা করেছে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, নিখোঁজ রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন আছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]