9508

04/20/2025 তিন ব্যবসায়ীকে জরিমানা : মজুদ তেল জব্দ

তিন ব্যবসায়ীকে জরিমানা : মজুদ তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক

১১ মে ২০২২ ০৫:৩৮

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের বেশ কয়েকটি গুদাম ও দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ভোজ্য তেল জব্দ করেছে রাজশাহী জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী জেলা পুলিশ ও পুঠিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব তেল জব্দ করে। এর আগে গত সোমবার তাহেরপুর বাজার থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করে পুলিশ।
পুঠিয়া থানা সূত্র জানায়, খবর পেয়ে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের বেশ কয়েকটি গুদাম ও দোকানে অভিযান চালিয়েছে।
বিকালে এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিলো। তবে সূত্র জানায় জব্দকৃত তেলের পরিমাণ ৯৩ হাজার ৬১৬ লিটার হতে পারে। তবে কতগুলো গুদাম কিংবা দোকান থেকে কি পরিমাণ জব্দ করা হয়েছে তার সঠিক তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরে বিস্তারিত জানাবে বলে গণমাধ্যমে জানায়।
এদিকে মঙ্গলবার সকাল থেকে দুপুরি পর্যন্ত অবৈধভাবে সয়াবিন তেল মজুদ ও নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করার অভিযোগে রাজশাহীর তিন ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক হাসান আল মারুফ নগরীতে এই অভিযান চালান।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তারা নগরীর সাহেব বাজার ও বহরমপুর এলাকায় অভিযান চালান। এসময় সাহেববাজার এলাকার মেসার্স হুমায়ুন স্টোরে ১৩২ বোতল সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। বোতলজাত সয়াবিন তেল মজুদ রেখেছিলেন বিক্রেতা হুমায়ুন কবীর। এই ঘটনায় তাকে ভোক্তাঅধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে সাহেববাজার এলাকার মেসার্স পাপ্পু অ্যান্ড ব্রাদার্সকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলাম নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করছিলেন। তিনি বলেন, আলাদা অভিযানে নগরীর বহরমপুর মোড় এলাকার মেসার্স নুরুন্নবি ট্রডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]