9509

04/20/2025 পুঠিয়াতে আরও ৯২ হাজার লিটার তেল জব্দ

পুঠিয়াতে আরও ৯২ হাজার লিটার তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক

১১ মে ২০২২ ০৫:৪১

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কয়েকটি গোডাউনে মজুদ করা সাড়ে ৯২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা পুলিশ অভিযান চালায়। এর আগে গত সোমবার তাহেরপুর বাজার থেকে ২০ হাজার ৪০০ লিটার ভোজ্যতেল জব্দ করে পুলিশ।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, পুঠিয়া উপজেলার পাঁচটি গোডাউনে ৪৫৪ ড্রামে ৯২ হাজার ৬১৬ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এর মধ্যে সরকার এন্ড সন্সের গোডাউনে ৭৪ ড্রাম এবং তার গোডাউনের সামনে দাঁড়ানো ট্রাকে ৬০ ড্রাম, এন্তাজ স্টোরের গুদামে ১৪২ ড্রাম, মেসার্স পাল এন্ড ব্রাদার্সের গুদামে ১০৩ ড্রাম ও রিয়া স্টোরের গোডাউনে ৭৫ ড্রাম তেল জব্দ করা হয়।

ইফতে খায়ের আলম বলেন, প্রতি ড্রামে ২০৪ লিটার তেল রয়েছে। যা মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছিল ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মজুদদারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে বলেও জানায় পুলিশ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]