03/15/2025 পদত্যাগ করছেন লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৬
লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের পদত্যাগের পর এবার পদত্যাগের ঘোষণা দিয়েছে পশ্চিমাঞ্চলীয় সরকার প্রধান। খবর ডয়েচে ভেলে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন জাতিসংঘ সমর্থিত প্রধানমন্ত্রী ফায়েজ আল সারাজ।
লিবিয়ার জনগণকে উদ্দেশ্য করে দেয়া ভাষণে তিনি অক্টোবরের শেষের দিকে পদত্যাগের কথা জানিয়ে বলেন আমি জানাতে চাই– খুব দেরি হলে আগামী মাসের শেষের দিকে আমি নতুন প্রশাসনিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দিয়ে দেব।
প্রসঙ্গত, দেশটির স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে নানা সমস্যায় জর্জরিত তেলসমৃদ্ধ এই রাষ্ট্রটি।
২০১১ সালে ন্যাটো বাহিনী স্বৈর শাসনের অবসান ঘটানোর পর দেশের পূর্ব ও পশ্চিমে সশস্ত্র সংগঠন ও বিদেশি সরকার সমর্থিত দুটি আলাদা সরকার ক্ষমতায় আসে।
দিনের পর দিন নানা সমস্যা প্রকট আকার ধারণ করছে দেশটিতে। সম্প্রতি ব্যাপক আকারে লোডশেডিং, পেট্রল-ডিজেলের লাগাম ছাড়া মূল্য ও লোকের কাছে অর্থের অভাবে শুরু হয়েছে বিক্ষোভ। জেনারেল খলিফ হাফতারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আল মার্জেও প্রথমবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।