953

03/16/2025 অ্যামাজনের সাথে গাঁটছড়া অমিতাভের

অ্যামাজনের সাথে গাঁটছড়া অমিতাভের

রাজটাইমস ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৫

ভারতীয় অভিনেতা অমিতাভ বচ্চনের সাথে জোট গড়ল প্রযুক্তি জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটির ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সায় প্রথম ভারতীয় সেলেব্রিটি ভয়েস হিসেবে শোনা যাবে অমিতাভ বচ্চনের কণ্ঠস্বর।

বলিউডের এই মোড়লের কন্ঠস্বর ব্যবহারের বিষয়টি ঘোষণা দিয়েছে অ্যামাজন। তারা জানায়, অ্যালেক্সা পরিচালিত যন্ত্রে বলতে হবে ‘অ্যালেক্সা, সে হ্যালো টু মিস্টার অমিতাভ বচ্চন।’ তাহলেই সেই যন্ত্রে বেজে উঠবে ট্রেডমার্ক কণ্ঠস্বর।

জায়ান্ট প্রতিষ্ঠানের সাথে গড়া এই বন্ধনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রখ্যাত অভিনেতা বলেছেন, ‘টেকনোলজি সবসময়ই আমাকে নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে। ছবি, টিভি শো, পডকাস্ট আর এখন এ ভয়েস টেকনোলজি। এর মাধ্যমে দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের আরও কাছে পৌঁছতে পারব। তাদের সঙ্গে বেশি যোগাযোগ রাখতে পারব।’

তবে এই অভিনেতাই যে প্রথম এমন জোট গড়েছেন তা নয় ২০১৯ সালে স্যামুয়েল এল জ্যাকসনের সঙ্গে প্রথম জোট গড়েছিল অ্যামাজন। তবে তার স্বর শুধু আমেরিকাতেই শোনা যায়। অমিতাভের কণ্ঠে শোনা যাবে জোকস, আবহাওয়ার আপডেট, শায়রি ও প্রেরণাদায়ক বাণী।

অ্যামাজান জানিয়েছে, আগামী বছর থেকে এ ফিচার পাওয়া যাবে অ্যালেক্সার ডিভাইসে। খবর-যুগান্তর

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]