9531

04/23/2025 বগুড়া জেলা পুলিশ রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ

বগুড়া জেলা পুলিশ রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ

রাজটাইমস ডেস্ক

১২ মে ২০২২ ০৭:০২

রাজশাহী রেঞ্জের ৮টি জেলার মধ্যে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। একই সাথে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সদর থানার ওসিসহ আরো চার জন পুলিশ কর্মকর্তা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে রাজশাহী রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন তিনি।

বুধবার সকাল ১১টায় রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স রুমে এপ্রিল ২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ৮টি জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়েছে বগুড়া জেলা পুলিশ।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল বাতেন। সভায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হয়েছেন সদর সার্কেল বগুড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. শরাফত ইসলাম, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), জাহিদুল হক। এছাড়া শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) নির্বাচিত হয়েছেন ধুনট থানার মুহা. আসাদুজ্জামান।

উল্লেখ্য-বগুড়া জেলায় যোগদানের ৯ মাসে ৫ বার রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপারের স্বীকৃতি পেলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এছাড়া সদর থানায় যোগদানের ১৩ মাসে ৪ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা।

ওসি সেলিম রেজা বলেন, আমার এই সাফল্য অর্জনে ডিআইজি ও বগুড়া পুলিশ সুপার মহোদয়সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকি, সদর থানা পুলিশের সব সদস্যের অক্লান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেন, জেলা পুলিশ বগুড়ার শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে শুধুমাত্র গর্বিত ও অদম্য পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, কর্মস্পৃহা, আন্তরিকতা, নিষ্ঠা, দায়বদ্ধতা ও দৃঢ় মানসিকতার কারণে। জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ বগুড়া বিনির্মাণে জেলা পুলিশ বগুড়ার গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]