9541

04/10/2025 করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু নেই

করোনা শনাক্ত বেড়েছে, মৃত্যু নেই

রাজ টাইমস

১৩ মে ২০২২ ০৩:২১

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জনে পৌঁছেছে।

তবে একই সময় দেশে করোনায় কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত রয়েছে। বৃহস্পতিবার (১২ মে) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৯ পরীক্ষাগারে ৫ হাজার ৬৯৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ৫ হাজার ৭৩৬টি নমুনা। শনাক্তের হার ০.৮৯ শতাংশ।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২৯১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৮ হাজার ৬০৩ জনে।

এর আগে বুধবার ৩৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। তবে মারা যায়নি কেউ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]