03/16/2025 করোনায় ধরাশায়ী পর্তুগিজ ফুটবল লীগ
রাজটাইমস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৭
দুঃসংবাদ ছুটে এল পর্তুগিজ ফুটবল শিবিরে। কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া পর্তুগাল লীগে তীরের বিদ্ধ হল এই বার্তা।
লীগের লিসবন ক্লাবের ১০ জন সদস্য মহামারী করোনাভাইরাস রোগে আক্রান্ত। বাদ যান নি ক্লাবটির কোচ রুবেন আমোরিমও। খবর এএফপি
দর্শকশূণ্য স্টেডিয়ামে মাঠে গড়াবে লীগের ২০২০-২১ মৌসুম। আর মৌসুমে প্রথম ধাক্কা খেল ভিসেন্ট-লিসবন ম্যাচ।
শুধু লিসবন নয় শনিবার (১৯ সেপ্টেম্বর) তারা মোকাবেলা করতে যাওয়া ভিসেন্ট ক্লাবের ১০ জন খেলোয়াড় ও পাঁচজন কোচিং স্টাফসহ সর্বমোট ১৫টি পজিটিভ কেসের বিষয় আগেই নিশ্চিত হয়েছে। কিন্তু যারা নেগেটিভ এসেছে তাদের নিয়ে বুধবার থেকে তারা অনুশীলন শুরু করেছে।
তবে আক্রান্ত ১৫ জনকে আইসোলেশনে রেখে বাকিদের নিয়ে সকাল থেকে অনুশীলন শুরু হয়েছে বলে জানান দলটির মুখপাত্র।
তবে সব বিষয় পর্যবেক্ষণে রাখবেন বলে জানান কিন্তু পর্তুগালের স্বাস্থ্য সচিব এন্টোনিও লাকের্ডা। খবর-যুগান্তর