9550

04/19/2024 রাজশাহীতে আম নামানোর সময় ঘোষণা জেলা প্রশাসনের

রাজশাহীতে আম নামানোর সময় ঘোষণা জেলা প্রশাসনের

রাজটাইমস ডেস্ক

১৩ মে ২০২২ ০৪:৩৬

নিরাপদ ও পরিপক্ব আম বাজারজাতকরণ নিশ্চিত করতে রাজশাহীর গাছ থেকে আম নামানোর সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মে) বিকেল ৪টায় জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে এক সভায় আম নামোনোর সময়সীমা নির্ধারণ করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শরিফুল হক জানান, ১৩ মে থেকে রাজশাহীর আম বাগানের গুটি জাতের সবধরনের আম নামাতে পারবেন চাষিরা। তবে সুমিষ্ট জাতের গোপালভোগ, ক্ষিরসাপাত, ল্যাংড়া ও আমরুপালির জন্য অপেক্ষা করতে হবে আরও সপ্তাখানেক।

সভায় জানানো হয়, ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে লক্ষণভোগ (লখনা) ও রাণীপছন্দ, ২৮ মে থেকে ক্ষিরসাপাত (হিমসাগর), ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আমরুপালি ও ফজলি, ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪, ১৫ জুলাই থেকে গৌরমতি ও ২০ আগস্ট থেকে ইলামতি আম নামানো যাবে।

এ সময় আম বিপণন ও বাজারজাত করণের বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। চলতি মৌসুমে আম পাঠানো নিয়ে কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠানগুলোতে মানুষ যাতে কোনো প্রকার হয়রানির শিকার না হন সে দিকেও খেয়াল রাখবে প্রশাসন।

এসময় রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোজদার হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক তৌফিকুর রহমান, কৃষি সম্প্রসারণ তথ্য কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক আব্দুল্লাহ হিল কাফি, বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট অ্যালায়েন্সের সদস্য ও কুরিয়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]