9565

04/23/2025 রাজধানীর ৩ কলেজে ছাত্রলীগের নতুন কমিটি

রাজধানীর ৩ কলেজে ছাত্রলীগের নতুন কমিটি

রাজ টাইমস

১৪ মে ২০২২ ০৬:৩১

রাজধানীর ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা এবং গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (গার্হস্থ্য অর্থনীতি কলেজ) কলেজে বাংলাদেশ ছাত্রলীগের আংশিক কমিটি দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মে) ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এসব নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

ইডেন মহিলা কলেজে ৪৩ সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে তান্নামা জেসমিন রিভাকে। সাধারণ সম্পাদক করা হয়েছে রাজিয়া সুলতানাকে। ৩০ জন সহ-সভাপতি, ৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ জন সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বদরুন্নেসা সরকারি কলেজের সভাপতি করা হয়েছে সেলিনা আকতার সেলিকে। সাধারণ সম্পাদক করা হয়েছে হাবীবা আকতার সাইমুনকে। ৪ জন সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে সভাপতি করা হয়েছে শারমিন সুলতানা সনিকে। সাধারণ সম্পাদক করা হয়েছে আকলিমা প্রভাতীকে। ১৩ জন সহ-সভাপতি, ৫ যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ জন সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এই তিন কলেজ থেকে কেন্দ্রীয় সদস্য করা হয়েছে। যারা সম্ভাব্য শীর্ষ পদপ্রত্যাশী ছিলেন।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]