9577

04/27/2024  দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ 

 দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক

১৫ মে ২০২২ ০২:১২

রাজশাহী নগরীর শালবাগান বাজার এলাকায় ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী মহানগরী জামায়াত। 
বিক্ষোভ মিছিল শেষে শালবাগানে সংক্ষিপ্ত সমাবেশে অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল বলেন, দেশে আজ অরাজকতার পরিবেশ বিরাজ করছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতা নাগালের বাইরে চলে গেছে। সরকারি দলের লোকজন সিন্ডিকেট করে ভোজ্যতেল, চাল, পেয়াজসহ প্রায় সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দিয়েছে। সাধারণ মানুষ আজ দিশাহারা হয়ে পড়েছে। জনগনের বাকস্বাধীনতা অবরুদ্ধ করে রাখা হয়েছে। তিনি অবিলম্বে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের নিকট জোর দাবী করেন।  

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]