9578

03/29/2024 সীমাহীন জনদুর্ভোগের জন্য দায়ী আওয়ামী লীগ : গণফোরাম

সীমাহীন জনদুর্ভোগের জন্য দায়ী আওয়ামী লীগ : গণফোরাম

রাজটাইমস ডেস্ক

১৫ মে ২০২২ ০৩:১২

দেশে দখলদারিত্ব, বিচারহীনতা ও গণতন্ত্রহীনতায় অস্থিতিশীল বিশৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ দিনযাপন করছেন বলে মন্তব্য করেছেন গণফোরাম নেতারা।

তারা বলেছেন, রাষ্ট্রের এই ভঙ্গুর অবস্থা ও সীমাহীন জনদুর্ভোগের জন্য অবৈধভাবে রাতের ভোটে ক্ষমতা দখল করা আওয়ামী লীগ সরকার দায়ী।

শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘সারাজীবন দেখছি নির্বাচন যখন ঘনিয়ে আসে কেউ কেউ রাজনৈতিক জোট বা মোর্চার জন্য হুলস্থুল শুরু করে। নির্বাচন সামনে রেখে জোট হবে কিন্তু বর্তমান দখলদার সরকারের অধীনে কোনো নির্বাচন হলে সেখানে সুষ্ঠু নির্বাচনের কোনো সুযোগ নেই। তাই আমরা গণফোরাম নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলের পাশাপাশি জনতার ঐক্য গড়ে তুলতে সচেষ্ট থাকব।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষভাবে করার জন্য অবশ্যই নির্বাচনকালীন সরকার সেটি জাতীয় বা তত্ত্বাবধায়ক কিংবা তদারকি সরকার যে নামেই হোক গঠন করতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে দেওয়া হবে না। এই সেন্টিমেন্টের সঙ্গে দেশের জনগণ ঐক্যবদ্ধ আছে।’

গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেন, ‘বিশেষভাবে বলতে চাই এই কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের অধীনে কোন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ নাই। অতএম আপনাদের ইভিএম পদ্ধতি নিয়ে কথা না বলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর বা পদত্যাগ নিয়ে ভাবুন। দেশের জনগণ আপনাদের বিশ্বাস করে না। তাই আপনাদের নিয়ন্ত্রণে কোনো নির্বাচনে দেশের জনগণের অংশগ্রহণের প্রশ্নই আসে না।’

আরও বক্তব্য রাখেন নির্বাহী সভাপতি একেএম জগলুল হায়দার আফ্রিক, মহসীন রশিদ, মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য আনসার খান, ফজলুল হক সরকার, আব্দুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুকসহ কেন্দ্রীয় নেতারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]