9590

04/23/2025 ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজটাইমস ডেস্ক

১৫ মে ২০২২ ০৬:১৫

ঢাকা কলেজ আর নিউ মার্কেটের ব্যবসায়ীদের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার সংঘর্ষে জড়াল দুই কলেজ শিক্ষার্থীদের মাঝে। তাদের মধ্যে ধাওয়া,পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শিরা জানান, রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে ৷ শনিবার সকাল ১১ টার দিকে সাইন্সল্যাব মোড়ে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।

এ ব্যাপারে ডিএমপির নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) শরীফ মুহাম্মদ ফারুকুজ্জামান বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া,পাল্টা-ধাওয়া ও উত্তেজনা হয়। খবর পেয়ে পুলিশ শিক্ষকদের নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। কী নিয়ে এই ঝামেলা, তা জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে।

তিনি বলেন, আমাদের ধারণা শিক্ষার্থীদের পূর্ব বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে। ঢাকা কলেজের শৃঙ্খলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আলতাফ হোসেন বলেন, ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের সরিয়ে আনা হয়েছে। ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেন বলেন, ছাত্রদের মধ্যে ঝামেলা হয়েছিল। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক।

সাইন্সল্যাব মোড়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউমার্কেট থানার ওসি এসএম কাইয়ুম। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা উপস্থিত হন। এছাড়াও কলাবাগান থানার পুলিশও ছিল। তবে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত তা জানা যায়নি। তবে পরে জানাগেছে পরিস্থিতি এখনও উত্তপ্ত। আইডিয়াল কলেজের শিক্ষকরা তাদের ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

নিউমার্কেট থানার ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে চলে গেছেন। রাস্তায় এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শিক্ষার্থীদের মধ্যে কী নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি ঘোলাটে না করার জন্য শিক্ষার্থীদেরকে আহবান করা হচ্ছে।

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]