9605

04/22/2025 পাগলা নদীতে গোসল করতে গিয়ে ছাত্রের মৃত্যু

পাগলা নদীতে গোসল করতে গিয়ে ছাত্রের মৃত্যু

রাজ টাইমস

১৬ মে ২০২২ ০৮:৫৬

শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে গিয়ে ফাহান রাব্বি (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত রাব্বি হলো শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের হাজিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং শিবগঞ্জ নর্থ বেঙ্গল রেসিডেন্সিয়ার স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী।

রবিবার (১৫ মে) দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের হাজিপাড়ায় গ্রামে।

মৃত রাব্বির বাবা রফিকুল ইসলাম জানান, দুপুরে বাড়ির পাশে কানসাট প্রি-ক্যাডেট স্কুল ঘাটে আমার ছেলে রাব্বি গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের লোকজনের সহায়তায় এক ঘন্টা পর তাকে ঘাটের পানির নীচ হতে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রজব আলি শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের হোসেন বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাজে হস্তান্তর করা হয়েছে এবং দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]