05/09/2025 চাঁপাইনবাবগঞ্জে দুর্ঘটনায় ২ জন নিহত
রাজটাইমস ডেস্ক
১৭ মে ২০২২ ০৫:২০
চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শ্রী তীর্থ কোল (৩১) নামে এক কৃষক এবং ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আব্দুর রাকিব (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৬ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে মৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিলবৈলঠা গ্রামের মহাদেব কোলের ছেলে তীর্থ কোল (৩৮)। পেশায় কৃষক তীর্থকোল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোল সম্প্রদায়ের মানুষ।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৬ টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায় বনলতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তীর্থ কোল। হোসেনডাঙ্গা বড়পুকুরিয়া এলাকায় ট্রেনটি পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয়রা জানান, তীর্থ কোলের মানসিক সমস্যা ছিলো। ধারণা করা হচ্ছে তিনি লাইন পার হতে গিয়েই এ দুর্ঘটনার শিকার হন।
এদিকে ট্রেনে কাটা পড়া নিহতের পরিবারকে স্থানীয় প্রশাসন নগদ ১০ হাজার টাকা আর্থিক সহযোগীতা করেন।
এদিকে সোমবার দুপুরে জেলা শহরের সার্কিট হাউজ মোড়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আব্দুর রাকিব নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত আব্দুর রাকিব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুপুর দেড়টার দিকে সার্কিট হাউজ মোড়ে রাস্তা পারাপারের সময় ব্যটারিচালিত অটো আব্দুর রাকিবকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতলে ভর্তি করেন।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আব্দুর রকিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।