9622

07/07/2025 ট্যাপেন্টাডল মাদকসহ ব্যবসায়ী আটক

ট্যাপেন্টাডল মাদকসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

১৭ মে ২০২২ ০৫:২১

রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মো: ফয়সাল হোসেন (৩৮) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরগাছা গ্রামের মৃত. আ: সুবহানের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে রাজপাড়া থানার হড়গ্রাম পুরাতন কেশবপুর পুলিশ ফাঁড়ি সংলগ্ন লাকায় একজন মাদক ব্যবসায়ী ট্যাপেন্টাডল বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে ট্যাপেন্টাডল ব্যবসায়ী ফয়সালকে ৬৫ পিস ট্যাপেন্টাডল-সহ আটক করে।

অপর দিকে ডিবি পুলিশের অপর একটি টিম ১৫ মে দুপুর পৌনে ১ টায় কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়া এলাকায় ৪ জন জুয়ারিকে তাস ও টাকা-সহ আটক করে। গ্রেফতারকৃতরা হলো মো: মিলন (৩৮), মো: ইশা খান (৩৫), মো: টিয়া (৩৫) ও মো: পিয়ার আলী (৩৪)।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]