9632

05/19/2024 আগামী বছর থেকে চবির পরীক্ষা বিভাগভিত্তিক

আগামী বছর থেকে চবির পরীক্ষা বিভাগভিত্তিক

রাজটাইমস ডেস্ক

১৮ মে ২০২২ ০৪:২৬

ভর্তিচ্ছুদের কষ্ট লাগবে নতুন সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। ইতোমেধ্যে বিষয়টি ডিনদের জানিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) এক গণমাধ্যম আয়োজিত এক লাইভ অনুষ্ঠানে এ কথা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে চবি উপাচার্য বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের বিভাগীয় পর্যায়ে পরীক্ষা আয়োজনের কথা বলা হয়েছে। বিষয়টি আমরা আমাদের ডিনদের জানিয়েছি। তারা বলেছেন এ বছর সময় কম। সেজন্য এ বছর থেকে বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে না। তবে আমরা আগামী বছর থেকে বিভাগীয় পর্যায়েই ভর্তি পরীক্ষা আয়োজন করব। এটি অনেকটাই নিশ্চিত।

চবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে চাই। তবে এটি আমার একার সিদ্ধান্ত না। আমাদের ডিনস কমিটি আছে, একাডেমিক কাউন্সিল আছে। সবার সাথে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আগামীকাল (বুধবার) আমাদের কোর কমিটির একটি সভা রয়েছে। ওই সভায় আমি সকলকে অনুরোধ করবো যেন তারা সেকন্ডে টাইম ভর্তি পরীক্ষার সুযো দেয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]