9636

04/20/2025 আগ্নেয়াস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগ্নেয়াস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

১৮ মে ২০২২ ০৫:০০

আগ্নেয়াস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন চারঘাট উপজেলার মোঃ কামাল (৪১) ও মোঃ সাব্বির উদ্দিন (২৮)।
গত সোমবার দিবাগত রাতে ডিবি বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইন ও আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রামস্থ বানেশ্বর টু চারঘাটগামী পাকা রাস্তার পূর্ব পাশের রাস্তার উপর একটি মোটর সাইকেলে থাকা গ্রেফতারকৃত আসামিদের শরীর তল্লাশি করে চারশত গ্রাম হেরোইন, একটি লোহার তৈরি আগ্নেয়াস্ত্র (পিস্তল), দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি জব্দ করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ও রাজশাহীর বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে। তাদের বিরুদ্ধে হত্যাকান্ড, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]