9640

04/20/2025 বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডেক্স রির্পোট

১৮ মে ২০২২ ০৫:০৮

নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিটন দফাদার (৪২) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হেলপারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) ভোরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিটন যশোরের দেওগাছি এলাকার আব্দুল মালেক দফাদারের ছেলে ও আহত হেলপার তাওরাত হাসান (২৫) একই এলাকার বাবুর আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যশোর থেকে ময়মনসিংহের ভালুকা গামী মিনি ট্রাকের সাথে ঢাকা থেকে নাটোর গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মিনি ট্রাকের চালক ও হেলপার হতাহত হয়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]