9650

05/07/2024 ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যের এমপি গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যের এমপি গ্রেপ্তার

রাজটাইমস ডেস্ক

১৮ মে ২০২২ ১৮:১৯

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির একজন আইনপ্রণেতা গ্রেপ্তার হয়েছেন। তবে গ্রেপ্তার ওই এমপির নাম প্রকাশ করা হয়নি। খবর বিবিসির।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বিভাগ বলেছে, ২০০২ ও ২০০৯ সালে এসব অপরাধ সংঘটিত হয়। এ নিয়ে একটি অভিযোগের ভিত্তিতে একজন ব্যক্তিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, কনজারভেটিভ পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত চলাকালীন ওই এমপিকে পার্লামেন্টে উপস্থিত না হওয়ার আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ।

গ্রেপ্তার এমপির বিরুদ্ধে সরকারি ক্ষমতা অপব্যবহার ও অসদাচরণের অভিযোগও তোলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির পরিচয় বা তিনি এমপি ছিলেন কিনা তা না জানালেও পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘২০২০ সালের জানুয়ারিতে লন্ডন পুলিশ ২০০২ থেকে ২০০৯ সালে সংঘটিত যৌন অপরাধ নিয়ে একটি অভিযোগ পেয়েছিল। অপরাধগুলো লন্ডনে ঘটেছে বলে অভিযোগ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘অশ্লীল হামলা, যৌন নিপীড়ন, ধর্ষণ, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং সরকারি অফিসে অসদাচরণের সন্দেহভাজন হিসেবে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।’

দলীয় শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কনজারভেটিভ পার্টির হুইপের কার্যালয় থেকে একজন এমপি গ্রেপ্তার ও তদন্ত চলাকালে তাঁকে পার্লামেন্টে না আসার আহ্বানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

হুইপের কার্যালয়ের মুখপাত্র বলেন, ‘তদন্ত চলাকালে ওই এমপিকে পার্লামেন্ট এলাকায় আসতে নিষেধ করেছেন চিফ হুইপ এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা আর কোনো মন্তব্য করব না।’

লন্ডন পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় বিশেষজ্ঞ অপরাধ ইউনিটের নেতৃত্বে এই ঘটনার তদন্ত চলছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]