9664

05/06/2024 মোহনপুরে জনশুমারি ও গৃহগণনা কমিটির সভা

মোহনপুরে জনশুমারি ও গৃহগণনা কমিটির সভা

রাজ টাইমস

১৯ মে ২০২২ ০৫:১৫

জনশুমারি আয়োজন,সমৃদ্ধি ও উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোহনপুর উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আগামী ১৫-২১ জুন জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলা স্থায়ী শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৮ মে) বেলা সাড়ে ১১ টায় মোহনপুর উপজেলা হল রুমে উক্ত শুমারি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ৬টি ইউনিয়ন চেয়ারম্যানগণ কেশরহাট পৌরসভা মেয়র উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ,উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।

সভাপতি বলেন, ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ অতীতের যেকোনো শুমারি অপেক্ষা অধিকতর গুরুত্ব বহন করবে। আসন্ন জনশুমারি সফলভাবে সুসম্পন্ন করতে উপস্থিত সকল দপ্তরের কর্মকর্তা ও মিডিয়া কর্মীদের সহযোগিতা কামনা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]