03/15/2025 জুভেন্টাসের সাথে নবায়ন হচ্ছে না হিগুয়াইনের চুক্তি
রাজটাইমস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২০ ০২:০৮
জুভেন্টাসের সাথে শেষের পথে আর্জেন্টাইন ফুটবল তারকা গনজালো হিগুয়াইনের সম্পর্ক।ক্লাবটির সাথে ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি ছিল তার। সেই চুক্তি নবায়ন করছেন না তিনি।
শুভকামনা জানিয়ে অফিসিয়াল এক টুইটে তার ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস।
জুভেন্টাসের সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে ডেভিড ব্যাকহামের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন তিনি।
বিষয়টি স্বীকার করে ক্লাবটির কোচ দিয়েগো আলনসোও জানিয়েছেন, হিগুয়াইনের সঙ্গে দর কষাকষি শুরু করে দিয়েছেন তারা। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো যাচ্ছে না।
বিশ্বের অন্যতম এই নামী স্ট্রাইকার ২০১৬ সালে ইতালির আরেক ক্লাব নাপোলি থেকে সাড়ে ৭ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে জুভেন্তাসে নাম লেখান হিগুয়াইন। ওই সময়ের বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের মধ্যে তৃতীয় ছিলেন তারকা এই স্ট্রাইকার।
জুভেন্টাসকে কম দেন নি এই স্ট্রাইকার। ক্লাবের হয়ে ১৪৮টি ম্যাচ খেলে ৬৬ গোল করেছেন তিনি। খবর-যুগান্তর